ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
মুম্বাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪ আটকেপড়াদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ক্রেন

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন বৃদ্ধ নারীসহ চারজনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এতে আহত হয়েছেন ১৬ জন।

প্রাথমিক তাদের পরিচয় নিশ্চিত সম্ভব হয়নি। জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ।

 

বুধবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অফিস। দ্রুত অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে যোগ দেয় পুলিশ, বৈদ্যুতিক প্রকৌশলীরাও।

অগ্নিকাণ্ডের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ক্রিস্টাল টাওয়ার নামে বহুতল ওই আবাসিক ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। মুম্বাইয়ের পারেলের হিন্দমাতা সিনেমা হলের পাশেই ভবনটি অবস্থিত।  

অগ্নিকাণ্ডের পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভবনের উপরের তলায় জড়ো হন। এ সময় তাদের উদ্ধারে ক্রেন ব্যবহার করা হয়।

গত বছরের ডিসেম্বরে মুম্বাইয়ের কমলা মিলস এলাকার একটি রুফটপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, আগস্ট ২২,২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।