ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

ভারতের ঝাড়খণ্ডের একটি গ্রামে ঈদ উদযাপনের সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (২২ আগস্ট) ঝাড়খণ্ডের পাকুর জেলার দাঙ্গা পাদা গ্রামে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে পশু কোরবানিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রাপাত ঘটে।

স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, ঈদের দিন জনসমক্ষে পশু কোরবানিতে বাধা দেয় পুলিশ।

এসময় গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে তাদের প্রতিহত করে।  

সূত্র আরও জানায়, কমপক্ষে সাতজন গ্রামবাসীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের সময় একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানানো হয়।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে গরু জবাই নিষিদ্ধ। তাছাড়া ঈদুল আযহায় জনসমক্ষে গরু জবাই নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।