ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘লেন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘লেন’

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে তিন ক্যাটাগরির শক্তিশালী ঘূর্ণিঝড় ‘লেন’ আঘাত হানতে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন।

সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

অঙ্গরাজ্যটির সব ফ্লাইট বাতিল করা হয়েছে।  

দু’সপ্তাহ আগেই হাওয়াই দ্বীপপুঞ্জকে পাশ কাটিয়ে চলে যায় ঘূর্ণিঝড় হেক্টর। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও সর্বোচ্চ সতকর্তায় ছিল দেশটির বিভিন্ন সংস্থা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে,  দ্বীপগুলোর খুব কাছ দিয়েই বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। যেকোনো সময় এটি আঘাত হানতে পারে। কাছাকাছি অবস্থান করায় ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। মুষলধারে বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, সব ধরনের সাহায্য-সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছে।  

ঘূর্ণিঝড়টি প্রশমিত হলেও পরিস্থিতি এখনও বিপদজনক। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হতে পারে। আর এটাই এখন উদ্বেগের কারণ।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।