ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে বিমান হামলায় ২২ শিশুসহ নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
ইয়েমেনে বিমান হামলায় ২২ শিশুসহ নিহত ৩০

উত্তর ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি জোটের বিমান হামলায় ২২ শিশুসহ ৩০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

হুথি মালিকানাধীন সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (২৩ আগস্ট) চারটি পরিবার একটি গাড়িতে করে তাদের বাড়ি থেকে পালানোর সময় এ বিমান হামলা ঘটে। এর আগে বুধবার (২২ আগস্ট) সৌদি পরিচালিত সামরিক জোটের বিমান হামলায় চারজন নিহত এবং দুইজন আহত হওয়ার কথা জানানো হয়।

বলা হয়, হোদেইদাহ্‌র রেড সি সিটি থেকে আনুমানিক ২০ কিলোমিটার দূরে আল-দুরাইহ্‌মিতে বিমান হামলাটি চালানো হয় যা ইয়েমেনের চলমান যুদ্ধের নতুন সীমানা।  

ওই গ্রামের এক বাসিন্দা নিরাপত্তার স্বার্থে নিজের পরিচয় গোপন রেখে আন্তর্জাতিক সংবাদ মধ্যমকে বলেন, এখানে যা কিছু চলাচল করছে সবাই মরছে।

চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি স্কুল বাসে সৌদি জোটের বিমান হামলায় ৪০ শিশুসহ ৫১ জন নিহত হয়।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।