ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে লমবোকে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৫শ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
ভূমিকম্পে লমবোকে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৫শ’ ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রাণসঞ্চারের চেষ্টা করছেন তারা/সংগৃহীত

জুলাইয়ের শেষ থেকে চলতি আগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ার পর্যটক আকর্ষণ বালির লমবোক দ্বীপে সাড়ে পাঁচশ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গত ২৯ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত আঘাত হানা কয়েকটি শক্তিশালী ভূমিকম্পে বাস্তুচ্যূত হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন চার লক্ষাধিক মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ হাজারের বেশি ঘরবাড়ি।

ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা তেংগারা প্রদেশের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান অং প্রামুজা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য যেসব সহায়তা আসছে তা দ্রুতই পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নিমাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় বারবারই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। যাতে প্রাণ হারান বহু মানুষ।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।