ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুইদিনের সফরে আয়ারল্যান্ডে পোপ ফ্রান্সিস 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
দুইদিনের সফরে আয়ারল্যান্ডে পোপ ফ্রান্সিস  আয়ারল্যান্ডের ডাবলিন এয়ারপোর্টে পৌছেছেন পোপ ফ্রান্সিস।

ঢাকা: দুই দিনের সফরে আয়ারল্যান্ডের ডাবলিন এয়ারপোর্টে পৌছেছেন পোপ ফ্রান্সিস (২৬৬ তম)। গত চল্লিশ বছর সময় পর এই প্রথম আয়ারল্যান্ডে সফর করছেন কোন খ্রিস্টান ধর্মগুরু।

শনিবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, সফরে যাজকদের যৌন হয়রানির শিকার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ ফ্রান্সিস।

 

এর আগে এক চিঠিতে বিশ্বের রোমান ক্যাথলিকদের চিঠি লেখেন পোপ। চিঠিতে যাজকদের দ্বারা শিশুদের যৌন নিপীড়নের নিন্দা জানান তিনি। তিনি এ নিপীড়নকে নৃশংস হিসেবে বর্ণনা করেন।  

একই সময়ে ক্যাথলিকদের বৈশ্বিক পারিবারিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়।  

ডাবলিন এয়ারপোর্টে উপস্থিত হওয়ার পর পোপকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় শিশুরা। এয়ারপোর্ট থেকে তিনি আইরিশ প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে রওয়ানা করেছেন। যেখানে আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিংস তাকে স্বাগত জানাবেন।  

১৯৭৯ সালে পোপ দ্বিতীয় জন পলের পর আয়ারল্যান্ডে সফর করছেন পোপ ফ্রান্সিস (২৬৬ তম)। পোলিশ পোপ দ্বিতীয় জন পলের সাক্ষাতের পর দেশটিতে গর্ভপাত, বিবাহ বিচ্ছেদ, সমকামী বিবাহসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে। ২০১৫ সালে সমকামী বিয়ের ক্ষেত্রে সাংবিধানিক পরিবর্তন আনে দেশটি। এরপর চলতি বছরের মে মাসে গর্ভপাত সংক্রান্ত আইন আরও কঠোর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।