ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় ভিডিও গেম টুর্নামেন্টে গোলাগুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
ফ্লোরিডায় ভিডিও গেম টুর্নামেন্টে গোলাগুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিলে একটি ভিডিও গেম টুর্নামেন্টে ব্যাপক গোলাগুলিতে ৩ জন নিহত ও অনেকে হয়েছেন বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ঘটনার সন্দেহভাজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শেরিফের অফিস থেকে একটি টুইটের মাধ্যমে স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় বলা হয়।

বলা হয়, এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।

জানা যায়, জ্যাকসনভিল ল্যান্ডিংয়ে একটি রেস্টুরেন্টে ভিডিও গেম টুর্নামেন্ট চলার সময় হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। ওই সময় প্রতিযোগীরা ম্যাডেন নামের আমেরিকান ফুটবলের একটি গেম খেলছিলেন।

ড্রিনি জোকা নামের ১৯ বছর বয়সী এক প্রতিযোগী জানান, গোলাগুলির সময় বুলেট তার বুরো আঙুলে এসে বিদ্ধ হয়।

শেরিফের অফিস থেকে জানানো হয়, আরও সন্দেহভাজনের খোঁজে ওই স্থানে সোয়াট টিমের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।