ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতিবিরোধী গণভোট কোরাম গঠনে ব্যর্থ কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
দুর্নীতিবিরোধী গণভোট কোরাম গঠনে ব্যর্থ কলম্বিয়া কলম্বিয়ায় দুর্নীতিবিরোধী গণভোট

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া দুর্নীতিবিরোধী গণভোট কোরাম গঠনে ব্যর্থ হয়েছে। দুর্নীতিবিরোধী পদক্ষেপ বৈধ হতে যে সংখ্যক ভোটের প্রয়োজন ছিলো, তার ন্যূনতম ভোট জমা পড়েনি।

সোমবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, দুর্নীতিবিরোধী পদক্ষেপ বৈধ হতে ১ দশমিক ২ কোটির বেশি ভোটের প্রয়োজন ছিলো।

কিন্তু গণভোটে প্রয়োজনীয় সংখ্যক ভোটের থেকে কম মানুষ ভোট দেন।  

প্রস্তাবিত দুর্নীতিবিরোধী সাতটি পদক্ষেপের পক্ষে ৯৯ শতাংশের বেশি ভোট পড়ে। কিন্তু প্রস্তাবিত পদক্ষেপটি বৈধ করতে প্রয়োজনীয় ভোট পূরণ করা সম্ভব হয়নি।  

বিশ্লেষকরা বলছেন, দেশটির তিন কোটির বেশি মানুষ যদি গণভোটে অংশ নিতেন তবে এ পদক্ষেপের পক্ষে রায় আসাটা অসম্ভব ছিল না।  

প্রস্তাবিত দুর্নীতিবিরোধী পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- কংগ্রেসের সদস্যদের বেতন কমানো, দুর্নীতির ক্ষেত্রে বিকল্প শাস্তি তুলে দেওয়া, নির্বাচিত কর্মকর্তাদের ট্যাক্স রিটার্নের তথ্য প্রকাশে বাধ্য করা, স্থানীয় ও জাতীয় আইন প্রণেতাদের মেয়াদ কমানো প্রভৃতি।  

সম্প্রতি কলম্বিয়ায় দুর্নীতি নিয়ে বেশ আলোচনা, সমালোচনা চলছে। দুর্নীতি বিপক্ষের দেশটিতে বিভিন্ন ক্যাম্পেইনও চালানো হয়।   

দেশটির কর্মকর্তা এরগারদো মায়া বলেন, দেশটিতে বছরে ১৫০০ কোটি ডলারের বেশি দুর্নীতি হয়, যা সবকিছুকে নষ্ট করছে।  

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।