ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প ভূমিকম্পে ফেটে যাওয়া রাস্তা। ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপে উঠে এসেছে। তবে ৬.৪ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ আগস্ট) ভূমিকম্পটি ইন্দোনেশিয়ান পূর্ব প্রদেশ নুসা তেনগারার রাজধানী কুপাঙের ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানে বলে জানা যায়।

এর আগে রোববার (২৬ আগস্ট) দেশটির লম্বক দ্বীপে ৬.৯ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে।

সেটিও ১০ কিলোমিটার গভীরতায়ই ছিল।

এছাড়া আগস্টের শুরুর দিকেও দেশটিতে ৭.০ মাত্রায় ভূমিকম্প হয়েছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়। সেসময় ৪৩৬ জনের প্রাণহানি ঘটেছিল।

এদিকে, ২০০৪ সালেও পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে ৯.৩ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে দুই লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।