ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি জোট হামলা যুদ্ধাপরাধের সামিল: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ইয়েমেনে সৌদি জোট হামলা যুদ্ধাপরাধের সামিল: জাতিসংঘ ইয়েমেনে সৌদি জোট হামলায় নিহত শিশুদের জন্য কবর খোঁড়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলাকে যুদ্ধপরাধের সামিল বলে অভিযোগ করেছে জাতিসংঘ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় ইয়েমেনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার অনেক প্রমাণই পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে বিমান হামলায় সরাসরি বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়াও ইয়েমেনের বন্দর ও বিমানঘাঁটি দখলের ফলে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন হয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে জড়ায় সৌদি নেতৃত্বাধীন জোট। তবে জোটটি বরাবরই যুদ্ধপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের ভাষ্য, হামলাগুলো সরাসরি বেসামরিকদের ওপর চালানো হয়নি।

এদিকে, কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ইয়েমেন ডাটা প্রজেক্টের সমীক্ষা বলছে, ইয়েমেনে ১৬ হাজার বিমান হামলার এক তৃতীয়াংশই হয়েছে বেসামরিক জায়গায়।

খবরে বলা হয়, হামলা চালানো হয়েছে হাসপাতাল, পানি ও বিদ্যুৎ কেন্দ্রে। এতে আহত ও নিহত হয়েছেন হাজারও মানুষ।

সেবা সংস্থা সেভ দ্য চিলড্রেনের সমীক্ষা অনুযায়ী, ইয়েমেনের হামলায় সৃষ্ট দ্বন্দ্বের কারণে শুধু ভয়াবহ ক্ষুধা ও রোগে গড়ে প্রতিদিন ১৩০ জন শিশু মারা যায়।

জাতিসংঘের আরেকটি রিপোর্টে বলা হয়, ইয়েমেনে চালানো হামলায় কমপক্ষে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের বিশ্লেষকরা এটাও বলেছেন, নিহত লোকজনের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।