ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইইউ’র প্রস্তাবিত মিডিয়া আইন সংশোধনের আহ্বান সাংবাদিকদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ইইউ’র প্রস্তাবিত মিডিয়া আইন সংশোধনের আহ্বান সাংবাদিকদের প্রস্তাবিত মিডিয়া আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিকরা।

ঢাকা: ইন্টারনেটে নিউজ কন্টেন্টের মূল্য পরিশোধ সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবিত মিডিয়া আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিকরা। বিশ্বের ২০টি দেশের বিশিষ্ট সাংবাদিকরা যৌথভাবে এ আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, মঙ্গলবার সাংবাদিকরা যৌথভাবে ইইউ এমপিদের প্রস্তাবিত মিডিয়া কপিরাইট আইন সংশোধনের আহ্বান জানান।

 

ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত কপিরাইট আইন পাস হলে সংবাদ, সংগীত বা চলচ্চিত্রের মতো সৃজনশীল কন্টেন্টের প্রযোজকদের ডিজিটাল বিশ্বে মূল্য পরিশোধ করতে হবে। গুগল এবং ফেসবুকের মতো বড় মার্কিন প্রযুক্তি কোম্পানির পাশাপাশি ইন্টারনেট স্বাধীনতার সমর্থকেরাও এই আইনের বিরোধিতা করেছেন।

গত মাসে তুমুল বিতর্কের পর ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে এ সংক্রান্ত প্রাথমিক খসড়াটি বাতিল হয়। চলতি বছরের সেপ্টেম্বরে এ প্রস্তাব নিয়ে ইইউ পার্লামেন্টের সদস্যরা আবার আলোচনায় বসবেন।

মঙ্গলবার বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের বিখ্যাত ১০০ জন সাংবাদিক একটি উন্মুক্ত চিঠিতে স্বাক্ষর করেন। তারা সতর্ক করে বলেন, এই আইন পাস হলে কৌশলে গণমাধ্যমের কাছ থেকে রাজস্ব লুণ্ঠন করা হবে। এটি নৈতিক ও গণতান্ত্রিকভাবে সমর্থনযোগ্য নয়।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) এর বিদেশি সংবাদদাতা সাম্মি কেটজ চিঠিতে লেখেন, আমরা বিশেষ উদ্দেশ্যের শিকার। আমাদের রিপোর্ট তৈরির মূল্য দিন দিন বাড়ছে।  

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কন্টেন্টের জন্য গণমাধ্যমগুলো অর্থ দেয়, সাংবাদিকদের পাঠায়। সাংবাদিকরা ঝুঁকি নিয়ে বিশ্বস্ত সংবাদসেবা দেয়। কিন্তু তার মানে এই নয় ইন্টারনেট প্লাটফর্ম থেকে তাদের লাভ কাটা হবে। তাদের এক পয়সাও দেওয়া হবে না।

এটা অনেকটা এমন যে এক আগুন্তক এসে নির্লজ্জভাবে আপনার শ্রমের মূল্য কেড়ে নিচ্ছে-যোগ করেন কেটজ।

সাংবাদিকদের সম্পাদকীয়তে ইইউ পার্লামেন্টের সদস্যদের এর পক্ষে ভোট দিতে জোরালোভাবে আহ্বানও জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।