ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শহিদুলের মুক্তির দাবি টিউলিপের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
শহিদুলের মুক্তির দাবি টিউলিপের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, দ্য টাইমসের প্রতিবেদনের স্ক্রিনশট

ঢাকা: এবার খ্যাতনামা ফটোসাংবাদিক ড. শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক। তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবি জানান তিনি।  

মঙ্গলবার (২৮ আগস্ট) ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমসে’র এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।  

দ্য টাইমসের ওই প্রতিবেদন অনুযায়ী, হ্যাম্পস্টিড ও কিলবর্নের এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, শহিদুল আলমের আটক থাকা ‘খুবই পীড়াদায়ক এবং অবিলম্বে এর ইতি টানা উচিত’।

 

তিনি বলেন, ‘বাংলাদেশকে তার নিজের নাগরিকদের সঙ্গে বিচারের আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে। ’


‘আমি আশা করবো, আমাদের ফরেন অফিস সংশ্লিষ্ট দেশে আমার এ বার্তা পৌঁছে দেবে। এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ’ 

বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের আগে কারাবন্দি আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পী, নোবেল জয়ী, মানবাধিকারকর্মী, শিক্ষক, রাজনীতিক বিবৃতি দেন। পাশাপাশি এ ঘটনায় নিন্দা জানান তারা।  

গত ৫ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় স্কুলছাত্রদের বিক্ষোভ চলাকালে গ্রেফতার হন ৬৩ বছর বয়সী শহীদুল আলম।  

তার পরিবারের দাবি, গ্রেফতারের পর তাকে নির্যাতন করা হয়েছে।  

পুলিশ জানায়, আটকের পর শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) করা ওই মামলায় তার বিরুদ্ধে ‘ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারকে নিয়ে অপপ্রচার ও চলমান আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা’র অভিযোগ আনা হয়েছে।

গত ১২ আগস্ট থেকে কারাগারে রয়েছেন আলোকচিত্রী শহিদুল।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।