ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় ঘরহারা মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
সোমালিয়ায় ঘরহারা মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ সোমালিয়ায় ঘরহারা মানুষের সংখ্যা বেড়েছে।

ঢাকা: চলতি বছরের প্রথমার্ধেই সোমালিয়ায় ঘরহারা মানুষের সংখ্যা বেড়েছে। যুদ্ধ, খরা ও বন্যায় জর্জরিত এ মানুষগুলো বলপূর্বক উচ্ছেদের স্বীকার। নরওয়েভিত্তিক সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এ তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার (২৮ আগস্ট) প্রকাশিত এনআরসির প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার রাজধানীতে মোগাদিসুতে বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়ায় কোনো ধরনের নোটিশ ছাড়াই বহু মানুষকে উচ্ছেদ করে প্রোপার্টি ডেভেলপাররা।  

বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে দুই লাখের বেশি মানুষকে উচ্ছেদ করা হয় যা গতবছরের একই সময়ে উচ্ছেদ হওয়া মানুষের তুলনায় দ্বিগুণ।

 

সংস্থাটি বলছে, অধিকাংশ ক্ষেত্রেই কোনো নোটিশ ছাড়াই এ মানুষদের উচ্ছেদ করা হয়েছে। এতে নিয়মনীতির কোনো তোয়াক্কা করা হয়নি।  

উচ্ছেদ হওয়া মানুষদের বেশিরভাগই প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন পক্ষের রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে বসবাস করছে।

এনআরসি বলছে, মোগাদিসুর সরকারি ও বেসরকারি জায়গায় বসবাসরত মানুষদের উচ্ছেদ করেছে দেশটির সরকার ও ভূমি মালিকেরা।  

এনআরসি’র তথ্য ও আইন সহায়তা উপদেষ্টা এভিলিন অ্যারো বলেন, মানুষগুলো আগে থেকেই খুব শোচনীয় অবস্থায় ছিলেন। এখন তাদের কোথাও যাওয়ার জায়গা নেই।  

তবে এ বিষয়ে সোমালিয়ার সরকার কোনো মন্তব্যই করেনি।  

২০১৭ সালে জাতিসংঘ তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী জানায়, দেশটির মোট জনসংখ্যার অর্ধেক মানুষেরই খাদ্য সহায়তা প্রয়োজন।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।