ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় নিহত ১০ দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনা

ঢাকা: দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ট্রাফিক পুলিশ। বাসটি দেশটির বন্দর শহর কেপটাউন থেকে পূর্ব কেপে যাওয়ার সময় উল্টে যায়।

 

পশ্চিম কেপের প্রাদেশিক ট্রাফিক প্রধান কেন্নি আফ্রিকা বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উল্টে যায়। চালকের ক্লান্তির কারণে এমন হয়েছে কিনা, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।  

দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছর সড়ক দুর্ঘটনায় ১৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও দক্ষিণ আফ্রিকার সড়ক যোগাযোগ সবচেয়ে আধুনিক, তবুও দেশটির সড়ক নিরাপত্তা ব্যবস্থা খুবই নিম্নমানের।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।