ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের রাশিয়া থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি কিনলে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ হুমকি যুক্তরাষ্ট্রের

ঢাকা: রাশিয়া থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি কিনলে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা র‌্যানডাল স্ক্রিভার। ওই কর্মকর্তা বলেন, ভারত যদি রাশিয়া থেকে অস্ত্র কেনে তবে নিষেধাজ্ঞা থেকে দেশটির সহজে অব্যাহতি মিলবে এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।   

বৃহস্পতিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

পেন্টাগনের এশিয়া অঞ্চলের শীর্ষ কর্মকর্তা র‌্যানডাল স্ক্রিভার ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক রক্ষা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, যদি রাশিয়া থেকে ভারতের অস্ত্র কেনার ঘটনা ঘটে তবে সেটাকে আলাদা করে রাখা হবে।

স্ক্রিভার বলেন, রাশিয়ার কাছ থেকে ভারতের অস্ত্র কেনার বিষয়াদি নিয়ে আমরা উদ্বিগ্ন। এতে আমাদের সম্পর্ক ভুলপথে চালিত হতে পারে।

ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে উত্তেজনার কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তখন বলা হয়, রাশিয়ার সঙ্গে যে কোনো দেশের প্রতিরক্ষা ও তথ্য সংক্রান্ত সংযুক্তি হলে সে দেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।  

স্ক্রিভার আরও বলেন, ভারতও আওতার বাইরে যাবে না। তবে কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়।  

নতুন মার্কিন প্রতিরক্ষা বিল অনুযায়ী, কয়েকটি দেশের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা ছাড় দেওয়া হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট এ ছাড় দেওয়ার ক্ষমতা রাখেন।  

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস ভারতের ওপর নিষেধাজ্ঞা ছাড়ের ব্যাপারে কথাও বলেছেন। কিন্তু এ বিষয়ে স্ক্রিভার বলেন, নিষেধাজ্ঞা ছাড়ের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা রয়েছে।  

ভারতের সঙ্গে রাশিয়ার ৬শ’ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে ভারত।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।