ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনার জেরে বুলগেরিয়ায় ৩ মন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
সড়ক দুর্ঘটনার জেরে বুলগেরিয়ায় ৩ মন্ত্রী বরখাস্ত

ইউরোপের দেশ বুলগেরিয়ায় একটি সড়ক দুর্ঘটনার পর তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। ‘এ দুর্ঘটনার দায় রাজনৈতিক নেতৃত্বেরই নেওয়া উচিত’ মন্তব্য করে শুক্রবার (৩১ আগস্ট) বরখাস্তাদেশ জারি করেন তিনি।

বরখাস্ত তিনজন হলেন- পরিবহনমন্ত্রী ইভায়লো মসকোভস্কি, আঞ্চলিক উন্নয়নমন্ত্রী নিকোলায় নানকোভ ও স্বরাষ্ট্রমন্ত্রী ভেলেনটিন রাদেভ।  

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরখাস্তের আদেশ জারির পর সংবাদ সম্মেলন করেন রাদেভ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব রাজনৈতিক দায়ভার নিয়ে পদত্যাগ করছি। দুর্ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত পদক্ষেপ নিতে আমরা ব্যর্থ হয়েছি। '

গত ২৫ আগস্ট দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সভোজ এলাকায় একটি যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত এবং ২০ জন আহত হন।

দুর্ঘটনাটির পর রাস্তায় নেমে লাগাতার বিক্ষোভ করে জনতা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সড়ক পরিবহন ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে এ দুর্ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।