ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনি শরণার্থীদের তহবিল বন্ধ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
ফিলিস্তিনি শরণার্থীদের তহবিল বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় কাজ করা জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) অর্থ বরাদ্দ বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। 

সংস্থাটিকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে মার্কিন প্রশাসনের মুখপাত্র হিদার নয়ের্ট বলেন, বিষয়টি ‘সতর্কভাবে পর্যালোচনার’ পর সংস্থাটিকে আর কোনো তহবিল দেবে না যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ফিলিস্তিনের জনগণের ওপর একধরনের ‘হামলা’ আখ্যা দিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সংবাদমাধ্যমকে বলেন, এই ধরনের শাস্তি এই বাস্তবতার কোনো পরিবর্তন করতে সফল হবে না যে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং এটা সমাধান প্রক্রিয়ার কোনো অংশ নয়।

 

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত জাতিসংঘের প্রকল্পের অবাধ্যতা।

ক্রিস গানসের টুইটএদিকে ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র ক্রিস গানস সংস্থাটি পক্ষে একাধিক টুইট প্রকাশ করে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেন।

টুইটে তিনি লিখেন, ইউএনআরডব্লিউএ’র স্কুল, স্বাস্থ্য ও জরুরি সহায়তা কার্যক্রম ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ এমন সমালোচনা আমরা সবদিক থেকে প্রত্যাখ্যান করছি।

গত জানুয়ারিতে সংস্থাটির জন্য তহবিল কমিয়ে দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনির সহায়তার লক্ষ্যে শুরু হয় ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম। বর্তমানে সংস্থাটি মধ্যপ্রাচ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সেবা দেওয়ার মাধ্যমে ৫০ লাখেরও বেশি মানুষকে সহায়তা করে চলেছে।  

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।