ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রয়টার্সের ২ সাংবাদিককে মুক্তি দিতে জাতিসংঘের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
রয়টার্সের ২ সাংবাদিককে মুক্তি দিতে জাতিসংঘের আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলেট, ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের নতুন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলেট বলেছেন, মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে কারাদণ্ডের রায় দেশটির সকল সাংবাদিককে এটাই ইঙ্গিত দিচ্ছে যে, তারা সেখানে নির্ভয়ে কাজ করতে পারবেন না। ঝুঁকি নিয়েই কাজে যেতে হবে, না হলে দায়িত্ব অবহেলা করতে হবে।

এসময় তিনি, মিয়ানমারে রয়টার্সের দণ্ডিত দুই জনসহ মত প্রকাশের স্বাধীনতার জন্য যে সাংবাদিকদের আটকে রাখা হয়েছে, তাদের সবাইকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

সোমবার (০৩ সেপ্টেম্বর) রয়টার্সের দুই সংবাদিককের রায় প্রসঙ্গে জাতিসংঘ থেকে দেওয়া একটি বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এর আগে ওইদিনই মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ওকে (২৮) সাত বছরের কারাদণ্ড দেন একটি আদালত।

বিবৃতিতে মিশেল ব্যাশেলেট বলেন, মিয়ানমার সামরিক বাহিনীর রোহিঙ্গা হত্যাযজ্ঞ কভারেজ করায় দুই সাংবাদিককে দণ্ড দেওয়া হয়েছে। এটা স্পষ্টতই যে তারা জনস্বার্থে কাজ করেছেন। না হয় ঘটনাটি চাপাই থেকে যেতো; প্রকাশ পেতো না। আর এ নিয়ে যে আইনি প্রক্রিয়ায় তাদের সাজা দেওয়া হয়েছে তাতে আন্তর্জাতিকভাবে মিয়ানমার আরও নিন্দিত।

তাই আমরা তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে অন্যরা যারা সংবাদ সংগ্রহ বা মত প্রকাশ করতে গিয়ে আটকে আছেন তাদেরও মুক্তি দেওয়া হোক।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।