ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইদলিবে বেপরোয়া আক্রমণ না করতে হুঁশিয়ারি ট্রাম্পের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
ইদলিবে বেপরোয়া আক্রমণ না করতে হুঁশিয়ারি ট্রাম্পের  ইদলিব বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটি।

ঢাকা: সিরিয়ার সরকার ও এর মিত্রদের সতর্ক করে বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে ‘বেপরোয়া’ আক্রমণ না করার হুশিয়ারি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে এ হুশিয়ারি জানানো হয়।

টুইটারে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনক্রমেই উচিত হবে না ইদলিবে বেপরোয়া আক্রমণ করা।

সম্ভাব্য এ সংকটে অংশ নিলে রাশিয়া ও ইরানি মিত্ররা ‘মানবতার বিরুদ্ধে একটি বড় ধরনের ভুল’ করবে।

তবে সিরিয়ান সরকার বলছে, তারা দেশটির বিদ্রোহী অধ্যুষিত শেষ শক্তিশালী ঘাঁটিতে আক্রমণের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।  

এ ধরনের পদক্ষেপ হাজার হাজার বেসামরিকের জন্য দুর্বিসহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে জাতিসংঘ।  

এদিকে সোমবার (৩ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলে, সিরিয়া সরকার ও তার মিত্রদের যেকোনো রাসায়নিক আক্রমণের জবাব দেবে ওয়াশিংটন।  

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালি রাসায়নিক অস্ত্র নয় লিখে হ্যাশট্যাগ সম্বলিত এক টুইটার বার্তায় বলেন, ইদলিবে আসাদ, রাশিয়া ও ইরানিদের আক্রমণের ওপর সবার নজর রয়েছে।  

সিরিয়ার অধিকাংশ অঞ্চলেই পরাজিত হয়েছে বিদ্রোহীরা। দেশটির উত্তরাঞ্চলের প্রদেশ ইদলিব বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটি।   

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।