ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিতর্কিত ‘এক্সিট ভিসা’ পদ্ধতি বাতিল করলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
বিতর্কিত ‘এক্সিট ভিসা’ পদ্ধতি বাতিল করলো কাতার ‘এক্সিট ভিসা পারমিট’ পদ্ধতি বাতিল করেছে কাতার।

ঢাকা: বিদেশি শ্রমিকদের জন্য বহুল-বিতর্কিত ‘এক্সিট ভিসা পারমিট’ পদ্ধতি বাতিল করেছে কাতার। এই পদ্ধতির মাধ্যমে কোনো বিদেশি শ্রমিকের স্বদেশে যেতে তার নিয়োগদাতা প্রতিষ্ঠানের অনুমোদন লাগতো।

তবে সংশোধিত আইন অনুযায়ী, এখন বিদেশি শ্রমিকরা নিয়োগদাতাদের ‘এক্সিট পারমিট’ ছাড়াই স্বদেশে যেতে পারবেন।  

‘এক্সি পারমিট’র বিধান বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে শ্রমিক অধিকার সংগঠনগুলোর আন্দোলনের প্রেক্ষিতে গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) আইনটির এই যুগান্তকারী সংশোধনী আনে কাতার।

২০২২ সালের বিশ্বকাপ আয়োজনকারী দেশ কাতার শ্রমিক ইস্যুতে বেশ কিছু বিষয়ে অভিযুক্ত ছিল। তবে বিশ্বকাপকে সামনে রেখে অভিযোগ নিরসনে বেশ আন্তরিক হয়ে উঠেছে দোহা। এ পদক্ষেপকে তারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

এ বিষয়ে দেশটির প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী ইসা আল-নুয়াইমি এক বিবৃতিতে বলেন, নতুন আইন অনুযায়ী অধিকাংশ শ্রমিক তাদের নিয়োগদাতাদের এক্সিট পারমিট ছাড়া স্বদেশে যেতে পারবেন।  

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কাতারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবেও আখ্যা দিয়েছে সংস্থাটি। তারা মনে করছে, আইনের এ সংশোধনীতে কাতারে বসবাসরত বিদেশি শ্রমিকদের জীবনযাপনে ইতিবাচক ও সরাসরি প্রভাব পড়বে।  

গত বছর শ্রম বিধান সংস্কারের প্রতিশ্রুতি দেয় দোহা। যার মধ্যে বিতর্কিত এক্সিট পারমিটও অর্ন্তভুক্ত ছিল।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।