ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের উপকূলে ঝড় গর্ডন, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
যুক্তরাষ্ট্রের উপকূলে ঝড় গর্ডন, জরুরি অবস্থা জারি ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় গর্ডন

ঢাকা: যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চল লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় গর্ডন। উপকূলে আঘাত হানা এ ঝড়ের কারণে অঙ্গরাজ্য দু’টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (০৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গর্ডন নামের ঝড়টি মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) উপকূলের কাছাকাছিতে শক্তিশালী হয়।

তবে এখনও সেটি হারিকেন স্ট্যাটাস পায়নি।

দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, অ্যালবামা-মিসিসিপি সীমান্তের পশ্চিম দিকে গর্ডন আঘাত হানে। ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার।

খবরে বলা হয়, ঝড়ের কারণে হাজারও মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তাই একে জীবনের জন্য হুমকি হিসেবে সতর্কতা জারি করেছে এনএইচসি।

এদিকে, নিউ অরলিন্সের ন্যাশনাল ওয়েদার সার্ভিস ঝড় মোকাবেলায় শহরের বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন।

এর আগে ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল নিউ অরলিন্স।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।