ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘ট্রাম্পের মেয়াদেই পারমাণবিক নিরস্ত্রীকরণ চান কিম’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
‘ট্রাম্পের মেয়াদেই পারমাণবিক নিরস্ত্রীকরণ চান কিম’ কোরিয়ান উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ চান উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেই কোরিয়ান উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ চান উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।   

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে পিয়ংইংয়ে দুই কোরিয়ার তৃতীয় বৈঠক হবে। তার আগে কিম বলেছেন, এ মেয়াদেই উপদ্বীপকে নিরস্ত্রীকরণ করতে আগ্রহী তিনি।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউ ইয়ং আসন্ন বৈঠক নিয়ে কিমের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন। চুংয়ের ভাষ্যে, কিম বলেছেন, ট্রাম্পের ওপর তার বিশ্বাস অপরিবর্তিত রয়েছে। ২০২১ সালে ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের দীর্ঘদিনের বৈরিতা শেষ করতে চান কিম।  

নিরাপত্তা উপদেষ্টা চুং বলেন, সম্পূর্ণভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কিম আবারও নিশ্চয়তা দিয়েছেন। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার আগ্রহের কথা জানিয়েছেন।  

চুং আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ে তার ইচ্ছা নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় কিম হতাশা প্রকাশ করেছেন।  

আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণের ‘প্রায়োগিক পদক্ষেপ’ নিয়ে তৃতীয়বারের মতো বৈঠক করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।