ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬ হেলিকপ্টার বিধ্বস্ত

ঢাকা: নেপালের কেন্দ্রীয় অঞ্চলের পাহাড়ি এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জাপানি পর্যটক রয়েছে বলে জানা গেছে। 

শনিবার (৮ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শুধুমাত্র একজন নারী আরোহী বেঁচে গেছেন।

তাকে দেশটির রাজধানীতে নেওয়া হয়েছে।  

নুয়াকোট পুলিশ প্রধান বসন্ত বাহাদুর কুনওয়ার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, পাইলটসহ ছয় আরোহী মারা গেছেন। আরোহীদের মধ্যে শুধু একজন বেঁচে আছেন।  

খবরে জানা যায়, হেলিকপ্টারটি গোরখা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা করে। এরপর এক পর্যায়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  

হিমালয় বেষ্টিত দেশটিতে দিন দিন হেলিকপ্টার জনপ্রিয় হয়ে উঠছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ এমন দুর্গম জায়গায় পণ্য পরিবহন ‍ও যাতায়তে হেলিকপ্টার ব্যবহার করা হয়। কিন্তু দেশটির এয়ার নিরাপত্তা ভালো নয় বলেও অভিযোগ রয়েছে।  

এর আগে ২০১৬ সালে কাঠমান্ডু থেকে ২২ কিলোমিটার দূরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজনের প্রাণহানি হয়।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।