ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুতার্তকে কম বিশ্বাস করেন ফিলিপিনসরা!  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
দুতার্তকে কম বিশ্বাস করেন ফিলিপিনসরা!   রদ্রিগো দুতার্তে

ঢাকা: আবার আলোচনায় ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। দেশটির জনগণ নাকি কম বিশ্বাস করেন দুতার্তকে। এমন তথ্য উঠে এসেছে একটি জরিপের ফলাফল থেকে। 

শনিবার (৮ সেপ্টেম্বর) ফিলিপাইন ভিত্তিক গবেষণা সংস্থা সোশ্যাল ওয়েদার স্টেশনস (এসডব্লিউএস) তাদের এক জরিপ ফলাফলের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করে। তবে জরিপে ‘খুব ভালো’ রেটিং অবস্থান ধরে রেখেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট।

 

সংস্থাটির জরিপে জনগণের মতামতের ভিত্তিতে দুতার্তের ওপর জনগণের আস্থা পরিমাপ করা হয়। বলা হচ্ছে, ক্ষমতা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত এটিই দুতার্তের ওপর সর্বনিম্ন আস্থার ফলাফল।

এর আগের এক বিশ্বস্ততার জনমত জরিপে +৬৫ রেটিং পেয়েছেন তিনি। এবার আট পয়েন্ট কমে তার অবস্থান এসে ঠেকেছে +৫৭’তে। ২০১৬ সালে ক্ষমতা নেওয়ার পর তাকে নিয়ে নয়টি জরিপ চালানো হয়।  

চলতি বছরের জুনের শেষে এসডব্লিউএস এর জরিপটি চালানো হয়। জরিপটিতে ১,২০০ জন অংশ নেন। সে সময় ঈশ্বরকে নির্বোধ বলে বিতর্কের জন্ম দেন দুতার্তে। বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত এ মন্তব্যের কারণে জনমত জরিপে এর প্রভাব পড়েছে।  

তবে জরিপ রেটিংয়ে অংশগ্রহণকারীদের কাছে তাদের রেটিং নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়নি। ক্ষমতাগ্রহণের পরপরই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন দুতার্তে। সে সময়ের এক জরিপে তার রেটিং ছিল +৭৯।

২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর থেকে অনেক বিতর্কিত মন্তব্য করে আসছেন দুতার্তে। তার মন্তব্যের কারণে বিভিন্ন সময় বিশ্ব গণমাধ্যমের শিরোনামও হয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।