ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বাড়ি থেকে পাঁচ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
অস্ট্রেলিয়ায় বাড়ি থেকে পাঁচ মরদেহ উদ্ধার পার্থের একটি বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার

ঢাকা: অস্ট্রেলিয়ার পার্থের একটি বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে।

সহকারী কমিশনার পল স্টিলি বলেন, ঘটনাটি মর্মান্তিক।

তবে এখনকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

তিনি আরও বলেন, এক তরুণ পুলিশ স্টেশনে আসলে বেডফোর্ডের কোড স্ট্রিটের এ ঘটনার সন্ধান পায় পুলিশ। ২০ বছর বয়সী ওই তরুণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

দুই মাস আগে পার্থের দক্ষিণে অসমিংটন শহরের গ্রাম্য এলাকা থেকে সাত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮

এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।