ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তি আলোচনা ব্যর্থ: হুদাইদাতে আক্রমণে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
শান্তি আলোচনা ব্যর্থ: হুদাইদাতে আক্রমণে বহু হতাহত ইয়েমেনের বন্দরনগরী হুদাইদাতে সংঘর্ষ ও বিমান হামলা

ঢাকা: ইয়েমেনের বন্দরনগরী হুদাইদাতে সংঘর্ষ ও বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। দেশটির সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এ ঘটনা ঘটে।

রোববার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সৌদি নেতৃত্বাধীন জোটের আক্রমণে গত ২৪ ঘণ্টায় বহু মানুষ নিহত হয়েছেন।  

২০১৪ সাল থেকে হুথি বিদ্রোহীরা অন্যতম বন্দর নগর হুদাইদা নিজেদের দখলে রেখেছে।

এ বন্দরটি পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ। এ বন্দর নগরীটি আবার নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সৌদি সমর্থিত সরকারের বাহিনী।  

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ইয়েমেনের এ বন্দর নগরীতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬০টি হামলা হয়েছে। হামলায় নিহতদের মধ্যে বেসামরিক বেশি রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।  

হুদাইদা প্রদেশের হাসপাতালের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে বলেছেন, ৭৩ জন বিদ্রোহী ও ১১ জন সরকারি সেনাসহ ৮৪ জন নিহত হয়েছেন। সুইজারল্যান্ডে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এ ঘটনাগুলো ঘটে।  

২০১৫ সালের আগে হুদাইদা সমুদ্রবন্দর দিয়ে ৭০ শতাংশ ইয়েমেনের আমদানি পণ্য আসতো। যার মধ্যে অধিকাংশই ছিল মানবিক সহায়তা, খাদ্য ও জ্বালানি।  

সৌদি সরকারের অভিযোগ এ বন্দর থেকে হুথি বিদ্রোহীরা প্রত্যেক মাসে তিন থেকে চার কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করে। তারা ইরান থেকে অস্ত্র আনতেও এ বন্দর ব্যবহার করে বলে অভিযোগ সৌদির।  

চলতি বছরের জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট জাতিসংঘের শান্তি আলোচনার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে।  

২০১৪ সাল থেকে এ অঞ্চলের অন্যতম গরীর দেশ ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। হুদি বিদ্রোহীরা সানা দখলের পর তৃতীয় বৃহত্তম শহর অ্যাডেনের দিকে অগ্রসর হতে থাকে। হুথি বিদ্রোহীদের নিয়ে উদ্বিগ্নতা শুরু হলে ২০১৫ সাল থেকে সামরিক আক্রমণ শুরু করে সৌদি জোট। এছাড়াও তারা আবদ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর চেষ্টা করে।  

জাতিসংঘ বলছে, ইয়েমেনের এ যুদ্ধে অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। চলতি বছরে নিহতের সংখ্যা যোগ করলে এটি আরও বাড়বে। একে বিশ্বের ভয়াবহ মানবিক সংকট হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।