ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় মাটির নিচে মিললো স্বর্ণখচিত পাথর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
অস্ট্রেলিয়ায় মাটির নিচে মিললো স্বর্ণখচিত পাথর স্বর্ণখচিত বিশালাকৃতির দু’টি পাথরের

ঢাকা: অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে সন্ধান মিলেছে স্বর্ণখচিত বিশালাকৃতির দু’টি পাথরের। খনি শ্রমিকরা মাটির নিচ থেকে পাথর দু’টি উদ্ধার করেছেন। অনুমান করা হচ্ছে, পাথর দু’টির মূল্য হবে কোটি ডলার।

কানাডাভিত্তিক খনি প্রতিষ্ঠান আরএনসি মিনারেলস বলছে, বড় নমুনাটি ৯৫ কেজি ওজনের। এছাড়াও এতে ২ হাজার ৪শ’ আউন্সের বেশি স্বর্ণ রয়েছে।

 

প্রতিষ্ঠানটি বলছে, গত সপ্তাহে খনি অঞ্চল থেকে উদ্ধার হওয়া পাথরটিতে খচিত স্বর্ণের মূল্য হবে প্রায় ১ কোটি মার্কিন ডলার।  

একজন খনি প্রকৌশলী পাথর উদ্ধারের ঘটনাটিকে ‘অত্যন্ত বিরল’ হিসেবে আখ্যা দিয়েছেন।  

কার্টিন বিশ্ববিদ্যালয়ের ওয়েস্টার্ন স্কুল অব মাইনসের পরিচালক প্রফেসর স্যাম স্পিয়ারিং বলেন, এ অঞ্চলে প্রায়ই স্বর্ণের দলা উদ্ধার করে রেকর্ড হয়। তবে সেগুলো কয়েক আউন্সের কম।  

উদ্ধার হওয়া দ্বিতীয় নমুনাটি ৬৩ কেজি ওজনের। এ পাথরটিতে ১৬০০ আউন্স স্বর্ণখচিত রয়েছে। যার বাজার মূল্য হবে ২৬ লাখ কানাডিয়ান ডলার।  

প্রফেসর স্পিয়ারিং বলেন, প্রতি টন পাথরে সাধারণত দুই গ্রাম স্বর্ণের নির্যাস পান অস্ট্রেলিয়ার খনি শ্রমিকরা। তবে এ পাথরে প্রতি টনে দুই হাজার দুইশ’ গ্রাম স্বর্ণ রয়েছে।  

তিনি আরও বলেন, এরকম ফলাফল খুবই কম দেখা যায়। এটা খুবই বিরল ঘটনা এবং রোমাঞ্চকর। সাধারণত স্বর্ণ কণাগুলো এতোই ক্ষুদ্র হয় যে সেগুলো খালি চোখে দেখা যায় না।

--- 

আরএনসি মিনারেলসের প্রধান নির্বাহী মার্ক সেলবি বলেন, সংগ্রহের জন্য বড় পাথরটি নিলামে তোলা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।