ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৫, আত্মঘাতী বন্দুকধারীও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৫, আত্মঘাতী বন্দুকধারীও

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে পাঁচজনকে গুলি করে হত্যা করেছে এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারী। তবে পরে আত্মঘাতী হয়েছে সেও।

বুধবার (১২ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কার্ন নদী উপকূলের ব্যাকার্সফিল্ড শহরে দফায় দফায় গুলিতে ওই পাঁচজনকে হত্যা করা হয়।

এ বিষয়ে কার্ন কাউন্টির প্রশাসনিক প্রধান ডনি ইয়াংব্লাড বলেন, ওই বন্দুকধারী প্রথমে একটি ট্রাকিং কোম্পানিতে তার স্ত্রী ও অন্য একজনকে হত্যা করে।

এরপর আরেকজনকে ধাওয়া দিয়ে গুলি করে মারে। ওই ব্যক্তি তারপর আরেকটি আবাসিক ভবনে ঢুকে আরও দু’জনকে হত্যা করে।

তখন তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধরতে গেলে নিজেই নিজেকে গুলি করে ওই ব্যক্তি।

প্রশাসনিক প্রধান জানান, কেন এই দফায় দফায় গুলির ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। তবে তদন্তের স্বার্থে ওই বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না। ঘটনাস্থল থেকে পুলিশ তার অস্ত্র উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।