ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বোস্টনে সিরিজ গ্যাস বিস্ফোরণে ৩৯টি বাড়িতে আগুন, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
বোস্টনে সিরিজ গ্যাস বিস্ফোরণে ৩৯টি বাড়িতে আগুন, নিহত ১ আগুনে জ্বলছে ঘরবাড়ি (সংগৃহীত ছবি)

যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের কাছাকাছি এলাকায় সিরিজ গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৯টি বাড়িতে আগুন লেগেছে। এসময় লিওনেল রবসোন (১৮) নামে একজন নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রবসোন তার বাড়ির ড্রাইভওয়েতে বসে ছিলেন। এসময় তার মাথায় চিমনি ভেঙে পড়ে।

হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়।   

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে আরও বেশি বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে।  আগুনে এখন পর্যন্ত বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।   

স্থানীয় গ্যাস ও বিদ্যুৎ সরবারাহকারী কোম্পানিগুলো ওই এলাকার সব সংযোগ বন্ধ করে দিয়েছে।  

পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, কলম্বিয়ার গ্যাস লাইনের চাপের কারণে আগুন লেগেছে। তবে তারা এ ব্যাপারে নিশ্চিত নয়।  

পুলিশ বলছে, গ্যাস সংযোগ প্রদানকারী কোম্পানিগুলো গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে। তবে তাদের কিছুটা সময় লাগবে।  

কারো বাড়িতে গ্যাসের গন্ধ পেলে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে যেতে স্থানীয় পুলিশ সতর্ক করেছে।  

স্থানীয় একটি স্কুলে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাদের সেখানে আশ্রয় নিতে বলা হয়েছে।  

পুলিশ জানিয়েছে, তারা ৭০টি আগুনের ঘটনা মোকাবিলা করছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।