ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত বেড়ে ২৫ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত বেড়ে ২৫  টাইফুন ‘মাংকুত’র আঘাত

ঢাকা: ফিলিপাইনের উপকূলে আঘাত হানা সুপার টাইফুন ‘মাংকুত’র আঘাতে নিহত মানুষের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এদের অধিকাংশই পাহাড়ি এলাকায় ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।

রোববার (১৬ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের উপদেষ্টা ফ্রান্সিস তলেনতিনোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।

তলেনতিনো সংবাদমাধ্যমকে জানান, লুজন দ্বীপের করডিলেরা অঞ্চলে ২০ জন মারা গেছেন।

এছাড়া নুয়েভা ভিজকায়া প্রদেশের কাছেই মারা গেছেন চারজন। গাছ উপড়ে পড়ে আরেকজন মারা গেছে ইলোকস সুর প্রদেশে।

গত শনিবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে উত্তর ফিলিপাইনে প্রথম আঘাত হানে মাংকুত।  এটি সর্বোচ্চ ‘ক্যাটাগরি ৫’ ঝড়ে রূপান্তরিত হয়ে আঘাত হানে প্রশান্ত মহাসাগরের দেশটিতে। ফিলিপাইনের উত্তরে অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জ ও গুয়াম অঞ্চল টাইফুনের আঘাতে বিধস্ত হয়।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।