ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তানজানিয়ায় ফেরি উল্টে নিহত ৪২, শতাধিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
তানজানিয়ায় ফেরি উল্টে নিহত ৪২, শতাধিক নিখোঁজ

তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় একটি ফেরি উল্টে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় ডুবে যাওয়া মানুষের সংখ্যা ২০০ জন ছাড়িয়ে যেতে পারে। এদিকে শুক্রবার ভোর পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

লেক ভিক্টোরিয়ার উকোরা ও বুগলোরা দ্বীপের উপকূলের কাছেই এমভি নিয়েরেরে নামের ফেরিটি উল্টে যায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মালবোঝাই ফেরিটি নোঙ্গর করা অবস্থায় এক পাশ দিয়ে যাত্রীরা ওঠার সময় তা উল্টে যায়।

কর্তৃপক্ষ বলছে, ওইসময় ফেরিতে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। প্রায় ১০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে যাদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফেরিতে যে ব্যক্তি টিকিট বিক্রি করছিলেন তিনিও এ ঘটনায় ডুবে যাওয়াতে যাত্রীদের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি।

জরুরি উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।