ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে আবারও সাংবাদিক খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
মেক্সিকোতে আবারও সাংবাদিক খুন সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ মেক্সিকো

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলের প্রদেশ চিয়াপাসে আবারও খুন হয়েছেন মারিও গোমেজ (৩৫) নামের এক সাংবাদিক। এ নিয়ে চলতি বছরে দেশটিতে নয়জন সাংবাদিক হত্যার ঘটনা ঘটলো।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বলা হচ্ছে, সাংবাদিকদের জন্য বিশ্বের দ্বিতীয় বিপজ্জনক দেশ মেক্সিকো।

এর আগে অবস্থান করছে যুদ্ধ-বিধস্ত দেশ সিরিয়া।  

মারিও’র এক সহকর্মী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, মারিওকে সম্প্রতি হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এরপর তিনি এ বিষয়ে থানায় অভিযোগও করেন।  

মারিও কাজ করতেন এল হেরালদো দি চাইপাস নামক এক পত্রিকায়। পত্রিকাটি বলছে, বাড়ি থেকে কর্মস্থলে আসার সময় তাকে হত্যা করা হয়। তার তলপেটে অনেকগুলো গুলি করা হয়েছে।  

তারা আরও বলছে, আহত অবস্থায় মারিওকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তার সহকর্মীরা এ বিষয়ে গভীর অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।