ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তানজানিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহত ২০০ ছাড়িয়েছে, দাফন শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
তানজানিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহত ২০০ ছাড়িয়েছে, দাফন শুরু মরদেহ হস্তান্তর করা হচ্ছে (সংগৃহীত ছবি)

আফ্রিকার তানজানিয়ার ভিক্টোরিয়া লেকে ফেরি উল্টে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। শোকগ্রস্ত পরিবারগুলো মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সংঘটিত এ ফেরি দুর্ঘটনায় জীবিত উদ্ধারের সম্ভাবনা এখন শঙ্কায় পরিণত হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সবশেষ একজন প্রকৌশলীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

 

উকারা দ্বীপের মওয়াঞ্জার অঞ্চলের গভর্নর জন মনগেলা বলেন, মরদেহগুলো দাফনের কাজ শুরু হয়েছে। যদিও এখনও অনেকের পরিচয় শনাক্ত করা যায়নি। উকারা নামের দ্বীপটিতেই ফেরি এমভি নায়েরেরে উল্টে যায়।  

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় মনগেলা বলেন, প্রধানমন্ত্রী কাসসিম মাজালিওয়া সমাধি কার্যক্রমের তদারকি করবেন।  

দেশটির প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি এ মর্মান্তিক ঘটনার পর তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন শনিবার (২২ সেপ্টেম্বর) থেকে। একইসঙ্গে ফেরি এমভি নায়েরেরের অপারেটরদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি।  

সাগর উত্তাল থাকায় ও বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল নিখোঁজদের উদ্ধার অভিযান।

বুগোরোরা থেকে রওনা দিয়ে লেক ভিক্টোরিয়ার উকোরা ও বুগলোরা দ্বীপের উপকূলের কাছেই এমভি নায়েরেরে নামে ফেরিটি উল্টে যায়।  

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১০০ জন যাত্রীর ধারণক্ষমতার ফেরিটি উল্টে যাওয়ার সময় অন্তত চারগুণ অর্থাৎ ৪০০ জন যাত্রী ছিল।

মানজা আঞ্চলিক কমিশনার জন জনজেল জানিয়েছেন, দুর্ঘটনার পর বৃহস্পতিবার ৪৪ জন এবং শুক্রবার (২১ সেপ্টেম্বর) আরও ৮৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ফেরি ডুবে প্রাণহানির ঘটনার খবর প্রায়ই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়। এর আগে ২০১২ সালে জানজাবির দ্বীপে যাত্রী পরিবহনের সময় ভারত মহাসাগরে ফেরি ডুবে অন্তত ১৪৫ জনের সলিল সমাধি হয়। এর আগের বছর একই দ্বীপে ফেরিডুবির ঘটনায় দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়।
 
তারও আগে ১৯৯৬ সালে লেক ভিক্টোরিয়ায় এমভি বুকোবো নামের একটি ফেরিডুবির ঘটনায় আট শতাধিক মানুষ মারা যায়, যা ছিলো গত শতাব্দীতে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ফেরি দুর্ঘটনার মধ্যে অন্যতম।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এএইচ/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।