ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পরকীয়া অপরাধ নয়: ভারতীয় সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
পরকীয়া অপরাধ নয়: ভারতীয় সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ভারতে এখন আর পরকীয়া অপরাধ হিসেবে গণ্য হবে না। দেশটির সর্বোচ্চ আদালত এ সংক্রান্ত আদেশ জারি করে রায় দিয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির ১৫৮ বছরের এ সংক্রান্ত আইন বাতিল করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট।  দেশটির প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে আইনটি বাতিলের পক্ষে এ রায় দিয়েছেন।

 

১৫৮ বছরের উপনিবেশিক আইন অনুযায়ী, কোনো পুরুষ কোনো বিবাহিত নারীর সঙ্গে তার স্বামীর অনুমতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করলে তা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।

এর আগে ৪১ বছর বয়সী ইতালি প্রবাসী ভারতীয় ব্যবসায়ী জোসেফ সাইন এ আইনের বিরুদ্ধে আপিল করেন। তিনি এ আইনকে স্বেচ্ছাচারী ও পুরুষ-নারীর বৈষম্য হিসেবে আখ্যা দেন।

আইনটি বাতিলের রায় ঘোষণায় প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, এটি বিবাহ বিচ্ছেদের বড় কারণ হতে পারে। তবে কোনোভাবেই অপরাধ নয়।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এএইচ/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।