ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কলকাতায় বোমা বিস্ফোরণে শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
উত্তর কলকাতায় বোমা বিস্ফোরণে শিশু নিহত ফলের দোকানে বিস্ফোরণ ঘটে

ভারতের উত্তর কলকাতার নাগেরবাজার এলাকার একটি বহুতল ভবনের সামনে বোমা বিস্ফোরণে বিভাস ঘোষ নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। এছাড়া শিশুটির মাসহ আহত হয়েছেন আরও নয়জন। 

মঙ্গলবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বহুতল ভবনটির নিচে একটি ফলের দোকানে বিস্ফোরণ ঘটে।

 

পুলিশ কমিশনার রাজেশ কুমার সিং বলেন, কম ক্ষমতাসম্পন্ন সকেট বোমার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে আশপাশের বাড়িঘরের দরজা-জানালার কাচ ভেঙে যায়।  

বিস্ফোরণের সময় শিশুটি তার মায়ের সঙ্গে ফলের দোকানের সামনে ছিল। ঘটনার পর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে বিভাসের মৃত্যু হয়।  

বিস্ফোরণের পর ঘটনাস্থলে বোমা স্কোয়াড ও সিআইডির দল যায়। তারা বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।

বিস্ফোরণ হওয়া ভবনের পাশেই দক্ষিণ দম দম পৌরসভার চেয়ারম্যানের পাঁচু রায়ের কার্যালয়। তিনি অভিযোগ করেছেন, তাকে লক্ষ্য করেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।