ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘সেলফি জ্বরে’ ছয় বছরে বিশ্বে প্রাণহানি ২৫৯ জনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
‘সেলফি জ্বরে’ ছয় বছরে বিশ্বে প্রাণহানি ২৫৯ জনের সংগৃহীত ছবি

কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে, যেকোন অনুষ্ঠানে বা অফিসে সহকর্মীদের সঙ্গে সুযোগ পেলেই আমরা নিজেদের ক্যামেরাবন্দি করছি সেলফি তুলে। ক্যামেরায় নিজেকে অনন্য করে তুলতে রীতিমত চলছে ‘সেলফি তোলার প্রতিযোগিতা’৷

তবে নিজেকে আলাদা করতে গিয়ে চরম ঝুঁকি নিয়ে কখনও পাহাড়ের চূড়ায়, উঁচু কোনো দালানের কার্নিশে উঠে বা মাথায় বন্দুক ধরে তুলছি সেলফি। আর এমনটা করতে গিয়ে বিপত্তি ঘটছে অহরহ।

অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা বা প্যারালাইজড হওয়ার ঘটনাও নেহাতই কম নয়।  

পরিসংখ্যান বলছে, ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সারাবিশ্বে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেছে ২৫৯ জনের।  

ফ্যামিলি মেডিসিন ও প্রাইমারি কেয়ার জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-এর একদল গবেষক গবেষণাটি করেছেন।  

গবেষণায় তারা দেখেছেন, সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। এরপরেই তালিকায় রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।  

গবেষণায় আরও দেখা গেছে, সেলফি তুলতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই তরুণ এবং তাদের বয়স ৩০-এর মধ্যে।  
     
গবেষকরা বলছেন, নারীরা পুরষের তুলনায় বেশি সেলফি তোলে। তবে পুরুষরা ঝুঁকি নিয়ে সেলফি তোলে বেশি।

মৃত্যু ঝুঁকি এড়াতে গবেষকরা বিভিন্ন জায়গায় ‘নো সেলফি জোন’ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। ঝর্ণা, পাহাড় বা কোনও উঁচু দালানের উপরে ‘নো সেলফি জোন’ ঘোষণা করার কথা বলছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।