ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে পুলিশ নিহত, আহত ৬ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে পুলিশ নিহত, আহত ৬  দক্ষিণ ক্যারোলিনায় দুর্বৃত্তের গুলি

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় দুর্বৃত্তের গুলিতে টেরেন্স কাররাওয়ে (৫২) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয় পুলিশ কর্মকর্তা।  

বৃহস্পতিবার (৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এক বন্দুকধারী শিশুদের আটকে রাখে। পুলিশের সঙ্গে তার প্রায় দুই ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।

এরপর বন্দুকধারীকে হাসপাতালে নেওয়া হয়। তবে বন্দুকধারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার গতিবিধিও অস্পষ্ট।  

দেশটির সরকারি কর্মকর্তারা বলেন, ফ্লোরেন্স শহরের পুলিশকে দক্ষিণ ক্যারোলিনা কাউন্টি থেকে সাহায্যের জন্য ডাকা হয়।

পুলিশ বলছে, শিশুরা এখন নিরাপদে রয়েছে।  

সংবাদ সম্মেলনে ফ্লোরেন্স কাউন্টির কর্মকর্তা কেন্নি বোনে বলেন, এ ঘটনায় ফ্লোরেন্সের চার পুলিশ সদস্য ও তিন কাউন্টির সহযোগী গুলিবিদ্ধ হন। যার মধ্যে ফ্লোরেন্সের কর্মকর্তা টেরেন্স কাররাওয়ে প্রাণ হারান।   

এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে লিখেছেন, আমার প্রার্থনা ফ্লোরেন্স কাউন্টির পুলিশদের সঙ্গে থাকবে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।  

যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৮০৪ জন পুলিশ। এ বছরই প্রাণ হারান ১১২ জন। এছাড়াও ২০১৭ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ হাজারের বেশি মার্কিন নাগরিক। আর দেশটিতে প্রতি বছর অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেন ২২ হাজার মানুষ।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এএইচ/আরআর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।