ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি পৌঁছেছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
দিল্লি পৌঁছেছেন পুতিন মোদি ও পুতিন

ঢাকা: রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রাশিয়ান বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

খবরে বলা হয়, এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন পুতিন।

বৈঠকে রাশিয়া-ভারতের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন তারা।  

বৃহস্পতিবার এক বিশেষ নৈশভোজের মাধ্যমে এ সফরের আনুষ্ঠিকতা শুরু হবে। পরদিন শুক্রবার দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনা করবেন দেশ দুটির শীর্ষ নেতারা। এদিন প্রতিরক্ষা খাতের ক্ষেপণাস্ত্র এস-৪০০ নিয়ে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।  

সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে পুতিনের।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।