ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১

ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্র হাইতিতে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১১ জন। 

স্থানীয় সময় শনিবার (৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে দেশটির উত্তর-পশ্চিম উপকূলের পোর্ট-দে-পাইক্স শহরের ১৯ কিলোমিটার (১২ মাইল) উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১১ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

 

সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে ক্যারিবিয়ান দেশটির অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।  

সরকারের মুখপাত্র এডি জ্যাকসন অ্যালেক্সিস সংবাদ সংস্থা এএফপিকে জানান, ভূমিকম্পে এরইমধ্যে ১১ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।

২০১০ সালে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল অন্তত ২ লাখের বেশি মানুষ। আহত হয়েছিলেন অন্তত ৩ লাখের বেশি।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।