ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিনি

ঢাকা: জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিক এবং বৃহদাকার অর্থনৈতিক গবেষণা করে প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাস ও পল এম. রোমার।

সোমবার (০৮ অক্টোবর) সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় পৌনে ৪টা) যৌথভাবে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

তাদের পুরস্কার দেওয়ার কথা জানিয়ে বিবৃতিতে নোবেল কমিটি জানিয়েছে, এবার অর্থনীতিতে নোবেল জয়ীদের মধ্যে উইলিয়াম ডি. নর্ডহাস বৈশ্বিক জলবায়ু অর্থনীতির গবেষণায় গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক বের করে এনেছেন।

এছাড়া আরেক বিজয়ী এম. রোমার বড় পরিসরে অর্থনৈতিক গবেষণা করে বিশ্বে টেকসই উন্নয়নে প্রযুক্তিগত উদ্ভাবনের বিপ্লব ঘটিয়েছেন।

গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রকৃত প্রভাব পরিমাপ করতে যেখানে নীতিনির্ধারকরা ব্যর্থ হচ্ছেন, সেখানে এমন মডেলগুলো ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিক প্রবর্তন করতে সক্ষম হয়েছেল ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর নর্ডহাস। এজন্য তিনি জলবায়ু অর্থনীতি বিষয়ে গবেষক হিসেবে মার্কিনিদের কাছে সুপরিচিত ব্যক্তি।

আর নিউইয়র্ক ইউনিভার্সিটিতে কর্মরত শিক্ষক রোমার বিশ্বব্যাপী টেকসই প্রবৃদ্ধিকে কিভাবে বৃদ্ধি করা যায় তার বিষয়ে গবেষণা করে সফলতা পান।

পুরস্কার হিসেবে একটি করে সোনার মেডেল পাবেন দু’জনে। সেইসঙ্গে পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা।

সোমবার অর্থনীতিতে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো এ বছরের নোবেল আসর। প্রতিবছরের অক্টোবরে প্রতিষ্ঠানটি চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি- এ ছয়টি খাতে বিশেষ অবদান রাখার জন্য বিশ্বব্যাপী এ পুরস্কার ঘোষণা করে। এটি ১৯০১ সাল থেকে নিয়মিতই ঘোষণা করা হচ্ছে।

যদিও এবার সাহিত্যে নোবেল দেওয়া হয়নি। ২০১৯’এ এ বছরেরটি যোগ করে একসঙ্গে দু’টি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় নোবেল কমিটি।

এর আগে ১ অক্টোবর (সোমবার) চিকিৎসা শাস্ত্রে নোবেল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের আসর। সেদিন চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছিলেন মার্কিন গবেষক জেমস পি. অ্যালিসন ও জাপানের তাসুকো হনজো।

ধারাবাহিকভাবে পরেরদিন ২ অক্টোবর (মঙ্গলবার) পদার্থবিদ্যায় ‘লেজার ফিজিক্সে’ বিশেষ উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে নোবেল পুরস্কার পান তিন বিজ্ঞানী আর্থার আসকিন, জেরার্ড মোরউ ও ডোননা স্ট্রিকল্যান্ড।

৩ অক্টোবর (বুধবার) রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন তিন বিজ্ঞানী। তারা হলেন- ফ্রান্সেস এইচ আর্নল্ড, জর্জ পি. স্মিথ ও স্যার গ্রেগরি পি. উইন্টার। এনজাইমের বিবর্তনে পরিচালনা এবং পেপটাইড ও অ্যান্টিবডির ফেজ প্রদর্শন করার জন্য তাদের এ স্বীকৃতি দেওয়া হয়।

৫ অক্টোবর (শুক্রবার) যুদ্ধে যৌন-সন্ত্রাস বন্ধে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পান কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে এবং ইরাকের ইয়াজিদি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এইচএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।