ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীন থেকে উচ্চক্ষমতার ৪৮ সামরিক ড্রোন কিনছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
চীন থেকে উচ্চক্ষমতার ৪৮ সামরিক ড্রোন কিনছে পাকিস্তান সামরিক ড্রোনটির সফল পরীক্ষা চালায় চীন, ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়া-ভারত ক্ষেপণাস্ত্র বিনিময় চুক্তির সপ্তাহ না পেরোতেই সামনে এসেছে এবার এমনই আরেক ইস্যু। ‘প্রতিরক্ষায় পাল্লা দিতে’ ভারতেরই পার্শ্ববর্তী দেশ পাকিস্তানকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪৮টি সামরিক ড্রোন দেবে বলে ঘোষণা দিয়েছে চীন। উইং লং-২ নামের ওই ড্রোনগুলো যুদ্ধ বা নজরদারি মিশন উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

তবে ৪৮ ড্রোন সম্পর্কে বিস্তারিত জানা গেলেও বিনিময় এ চুক্তির মূল্য এখনও স্পষ্ট হয়নি।

চীনের ওই ড্রোনগুলো প্রস্তুত করেছে দেশটির প্রতিষ্ঠান চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি।

এই ড্রোনগুলো সহজেই শত্রুর অবস্থান শনাক্ত করে সেখানে আঘাত করতে সক্ষমতা রাখে। সেইসঙ্গে এগুলো টানা ২০ ঘণ্টার মতো আকাশে উড্ডয়ন করতে পারে। প্রতিটি ড্রোন ১২ মণ ওজনের যুদ্ধের মালামাল বহন করতে সক্ষম। প্রতিকূল আবহাওয়ায়ও এগুলোর উড্ডয়নে কোনো বাধা আসবে না। সামরিক ড্রোন, ছবি: সংগৃহীতআন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, উচ্চ ক্ষমতার এসব ড্রোন ক্রয়ে পাকিস্তানের প্রতিরক্ষা শক্তি অনেক বেড়ে যাবে। যা সম্প্রতি রাশিয়া থেকে ভারতের এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম কেনার চুক্তির মনোযোগ কেড়ে নেবে। এছাড়া এ চুক্তিটি পাকিস্তান-চীনের মধ্যে সবচেয়ে বড় সামরিক অস্ত্র কেনা-বেচারও।

সম্প্রতি এ চুক্তির বিষয়টি জানায় পাকিস্তান বিমানবাহিনী। তারা তাদের ফেসবুক পেজে এর ঘোষণা দেয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, চীন-পাকিস্তান সামরিক চুক্তি হতে চলেছে। তবে চুক্তির ব্যয় সম্পর্কে তারা স্পষ্ট করেনি কিছুই।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।