ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আরও ভয়াবহ হলো হারিকেন ‘মাইকেল’ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
আরও ভয়াবহ হলো হারিকেন ‘মাইকেল’  হারিকেন মাইকেল

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ হারিকেন মাইকেল। শক্তি সঞ্চয় করে হারিকেনটি ক্যাটাগরি ৩ থেকে ৪-এ উন্নীত হয়েছে। সংশ্লিষ্টরা একে ‘অতিমাত্রায় ভয়ঙ্কর’ হিসেবে আখ্যায়িত করছেন। 

স্থানীয় সময় বুধবার (১০ অক্টোবর) ঝড়টি ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়তে পারে। যা হতে পারে গত ১৩ বছরে ওই উপকূলে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ঘণ্টা প্রতি ১৩০ মাইল বেগে ফ্লোরিডায় ঝড়ো হাওয়া বইছে। স্থানীয় সময় বুধবার দিনের অর্ধেক সময়ে ঝড়টি আরও শক্তিশালী হয়ে উপকূলে আঘাত হানতে পারে।  

ভয়ানক এ ঝড়ের কারণে ফ্লোরিডার তিন লাখ ৭০ হাজারের বেশি অধিবাসীকে নিরাপদ ও উঁচুস্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।  

এছাড়াও ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বন্যার কারণে মধ্য আমেরিকায় অন্তত ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।  

ফ্লোরিডা অঙ্গরাজ্যেও আলবামা- জর্জিয়ার মতো রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।  

গত মাসে ক্যারোলিনায় হারিকেন ‘ফ্লোরেন্স’র আঘাতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়। যাতে ক্ষয়ক্ষতি হয় কয়েক বিলিয়ন ডলারের সম্পদ।  

এছাড়া গত বছর পশ্চিম আটলান্টিকে সৃষ্ট বেশ কয়েকটি হারিকেন ‘ইরমা’, ‘মারিয়া’, ‘হার্ভে’র আঘাতে ১২৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়। আর পানিতে তলিয়ে যায় হিউস্টনের মতো শহর।

বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বব্যাপী প্রলয়ঙ্কয়রী সামুদ্রিক ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন বিজ্ঞানীরা। যার নমুনা এরইমধ্যে দেখা গেছে। ভবিষ্যতে এ অবস্থার আরো অবনতি ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এএইচ /জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।