ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসআই’র নতুন মহাপরিচালক অসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
আইএসআই’র নতুন মহাপরিচালক অসিম মুনির লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনির

ঢাকা: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনির।

বুধবার (১০ অক্টোবর) দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএসআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতার অবসর গ্রহণের পর এ পদে নিয়োগ পেলেন অসিম মুনির।

গত সেপ্টেম্বরে অসিম মুনির ও আরও ছয়জনকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেলে পদোন্নতি দেয় পাকিস্তান সামরিক বাহিনী।  

এর আগে লেফটেন্যান্ট জেনারেল মুনির সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের মার্চে উচ্চতর সাম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পান তিনি।

এছাড়াও তিনি উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।