ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় মাইকেলের তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্লোরিডা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
ঘূর্ণিঝড় মাইকেলের তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্লোরিডা ঘূর্ণিঝড় মাইকেলের তাণ্ডব। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট হারিকেন ‘মাইকেল’র তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডা। গাছপালা-বৈদ্যুতিক খুঁটি যেমন এখানে-ওখানে উপড়ে ফেলা হয়েছে, তেমনি তছনছ করে ফেলা হয়েছে অনেক বসতবাড়ি। এখন পর্যন্ত একজনের প্রাণহানির খবর মিলেছে।

স্থানীয় সময় বুধবার (১০ অক্টোবর) দুপুরে ঘূর্ণিঝড় মাইকেল ঘণ্টায় ২০১ কিলোমিটার বেগে রাজ্যের উত্তর-পশ্চিমে প্যানহ্যান্ডেল অঞ্চলে আছড়ে পড়ে। হারিকেনটির তাণ্ডবের পর সৈকতবর্তী শহরগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানান, মাইকেলের তাণ্ডবে গাছচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লোরিডা, অ্যালাবামা ও জর্জিয়ায় প্রায় পাঁচ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

তবে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু হলেও এই হারিকেন মধ্য আমেরিকার হন্ডুরাসে ৬ জন, নিকারাগুয়ায় ৪ জন এবং এল সালভাদরে ৩ জনের প্রাণ কেড়েছে।
ঘূর্ণিঝড় মাইকেলের তাণ্ডব।  ছবি: সংগৃহীতরয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইকেলের আঘাত দেশটির সর্বকালের তৃতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়। ১৯৬৯ সালে মিসিসিপি ও ১৯৩৫ সালে ফ্লোরিডায় আছড়ে পড়া ঝড়ের পর মাইকেলকেই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলা হচ্ছে।

ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) আবহাওয়াবিদ ডেনিস ফেল্টজেন জানিয়েছেন, আগের রেকর্ড অনুযায়ী এর আগে ফ্লোরিডার প্যানহ্যান্ডেলে চার মাত্রার কোনো ঝড় আঘাত হানেনি।

ফ্লোরিডার তিন লাখ ৭০ হাজারেরও বেশি লোককে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেকে এ সর্তকতা আমলে নিচ্ছেন না। তবে দুর্যোগ মোকাবেলায় মাঠে নেমেছে সংশ্লিষ্ট সব বাহিনী।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এপি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।