ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৫ হাজার নিখোঁজ রেখেই ইন্দোনেশিয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
৫ হাজার নিখোঁজ রেখেই ইন্দোনেশিয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ভূমিকম্প-সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পালু শহর

ভূমিকম্প-সুনামিতে বিধ্বস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এতে নিখোঁজ প্রায় পাঁচ হাজার মানুষের ‘জীবন প্রদীপ’ আর নেই বলেই ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে উদ্ধার অভিযান সমাপ্তের ঘোষণা দেন অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) অপারেশনের ফিল্ড পরিচালক পালু।  

গত ২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর প্রায় সাড়ে ৬ ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ে ইন্দোনেশিয়ার পালু শহরের উপকূলে।

এতে ভাসিয়ে নিয়ে যায় বহু মানুষ। মাটিতে তলিয়ে যায় অনেক প্রত্নতাত্ত্বিক সম্পদ। যাতে প্রতিনিয়ত প্রাণহানি বেড়ে দুই হাজার ছাড়ানোর খবর জানা গেছে।

তবে গত কয়েকদিন ধরেই উদ্ধার কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হচ্ছে, সুনামির ঘটনায় এখনও পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের বেশিরভাগই কাদামাটির নিচে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।  

এদিকে অভিযান সমাপ্ত করায় এবার ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু হবে। আর সুনামিতে চাপা পড়া বেলারোয়া, পেটোবো এবং জোনো ওজ এলাকায় ধীরে ধীরে পার্ক, স্পোর্ট ভেন্যু ও স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।

জাতিসংঘ বলেছে, দেশটির পালুতে অন্তত দুই লাখ মানুষের জন্য জরুরি মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। সে অনুপাতে এখনও বিশুদ্ধ পানীয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ খুবই কম। আর আনুমানিক ৮০ হাজার মানুষ গৃহহারা হয়ে ধসে যাওয়া বাড়ির বাইরে তাঁবু টানিয়ে দিন কাটাচ্ছেন।  

ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। গত জুলাই ও আগস্টে পালু শহর থেকে শত কিলোমিটার দূরের লমবোক দ্বীপে দফায় দফায় ভূমিকম্পে ৫শ’ লোকের প্রাণহানি হয়। প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ এলাকা ‘রিং অব ফায়ারে’ অবস্থিত দেশটিতে ২০০৪ সালে ৯.৩ মাত্রার ভূমিকম্পের পর ইন্দোনেশিয়াসহ আশপাশের কয়েকটি ভয়াবহ সুনামি আছড়ে পড়ে। এতে প্রায় দু’লাখেরও বেশি মানুষ নিহত হন, যার মধ্যে প্রায় সোয়া লাখই ইন্দোনেশিয়ার।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।