ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্র আমাকে মেরে ফেলতে চাইছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
‘যুক্তরাষ্ট্র আমাকে মেরে ফেলতে চাইছে’ ভেনিজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ছবি: সংগৃহীত

ঢাকা: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার (১১ শুক্রবার) দিবাগত রাতে একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এসময় ভেনিজুয়েলা প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন আমাকে হত্যার পরিকল্পনা করছে।

তারা আমাকে মেরে ফেলতে চায়। এ জন্য তারা কলম্বিয়া সরকারকে নির্দেশনাও দিয়েছে। তবে আমি বলছি, তারা পরিকল্পনা করে আমার কিছুই করতে পারবে না। এমনকি চুলও স্পর্শ করতে পারবে না যুক্তরাষ্ট্র।

যদিও মাদুরো তার অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ বা বিস্তারিত কিছুই স্পষ্ট করেননি।

এদিকে, মাদুরোর এমন অভিযোগে এখনও হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

এ বছরেরই প্রথম দিকে রাজধানী কারাকাসে এক সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় মাদুরোকে হত্যার চেষ্টা করা হয়। তবে সে হামলা থেকে তিনি বেঁচে ফিরেন। ওই ঘটনায় ভেনিজুয়েলার সাত সেনা আহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।