ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উপ-নির্বাচনে জিতে রাজনীতিতে ফিরলেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
উপ-নির্বাচনে জিতে রাজনীতিতে ফিরলেন আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটির সংসদীয় আসনে জয়লাভ করেছেন। এর মাধ্যমে আবারও রাজনীতিতে ফিরলেন দীর্ঘদিন কারাগারে থাকা এই নেতা। 

শনিবার (১৩ অক্টোবর) দেশটির পোর্ট ডিকসন শহরে উপ-নির্বাচনে জয়লাভ করেন ৭১ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম।

গত মে মাসের নির্বাচনে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বে আনোয়ার ইব্রাহিমের দল জয়লাভ করে।

নির্বাচনে তার প্রতিশ্রুতি ছিল, বিজয়ী হলে মাহাথির আনোয়ার ইব্রাহিমকে কারাগার থেকে মুক্ত করবেন, আর দুই বছর পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে নিজে অবসর নেবেন। প্রতিশ্রুতি পূরণের পথেই হাঁটছেন মাহাথির। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত উপ-নির্বাচনে জয় লাভ করেছেন ইব্রাহিম।

আনোয়ার ইব্রাহিম একসময় বর্তমান প্রধানমন্ত্রী ৯৩ বছর বয়সী মাহাথির মোহাম্মদের প্রতিদ্বন্দ্বী ছিলেন। সমকামিতার অভিযোগে তিনবছর জেল খাটেন আনোয়ার ইব্রাহিম।

দেশটির নির্বাচন কমিশন বলছে, পোর্ট ডিকসনের উপ-নির্বাচনে ৭১ শতাংশ ভোট পান আনোয়ার ইব্রাহিম। মে মাসে অনুষ্ঠিত হওয়া দেশটির সাধারণ নির্বাচনে বিরোধীদল পাকতান হারাপানের হয়ে জয়লাভ করেন মাহাথির। এর মাধ্যমে প্রায় ছয় দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বরিসান ন্যাশালের পরাজয় হয়। এক সময় অবশ্য মাহাথির নিজেই বরিসান ন্যাশনালের হয়ে ২২ বছর দেশটি শাসন করেন।  

নির্বাচনে জয়লাভের পর সমর্থকদের অভিবাদন পাচ্ছেন আনোয়ার। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, সোমবার (১৫ অক্টোবর) আপনাদের সঙ্গে সংসদে দেখা হবে।  

৯০-এর দশকে মাহাথির মোহাম্মদের আমলে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে আনোয়ার ইব্রাহিমকে কারাগারে পাঠানো হয়। তারপর থেকেই তিনি মালয়েশিয়ায় সংস্কারপন্থী রাজনীতি শুরু করেন। ইব্রাহিম ওই সময় মাহাথিরের প্রধান সহকারী ছিলেন।  

তবে ১৯৯৭-১৯৯৯ সাল পর্যন্ত চলা অর্থনৈতিক সংকটের সময় দুই নেতার সম্পর্কে ফাটল ধরে। ২০০৪ সালে কারামুক্ত হলেও ২০১৫ সালে সমকামিতার অভিযোগে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।  

মে মাসের নির্বাচনে জয়লাভের পর মাহাথির মোহাম্মদ আনোয়ার ইব্রাহিমের ক্ষমা মঞ্জুর করেন।  

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।