ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় ওই পরিবারেরই আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়।

জানা গেছে, দুঙ্গারগড় শহর থেকে মন্দির দর্শন শেষে মাইক্রোবাসে করে ফিরছিলেন দুর্ঘটনাগ্রস্তরা।

এসময় রায়পুর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রাজনান্দগঞ্জ এলাকায় তাদের মাইক্রোটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে নয়জন নিহত এবং তিনজন আহত হন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।