ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৩১ বাংলাদেশি আটকের দাবি আসাম পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
৩১ বাংলাদেশি আটকের দাবি আসাম পুলিশের আটক বাংলাদেশি দাবি করা নাগরিকরা

গৌহাটিতে ৩১ বাংলাদেশি নাগরিককে আটকের দাবি করেছে আসাম পুলিশ। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন নারী ও বাকিরা শিশু-কিশোর বলে জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, তারা আগরতলা হয়ে বাংলাদেশে ফেরত আসার পরিকল্পনা করছিলো। এ সময় গৌহাটি রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা সবাই বাংলাদেশি নাগরিক। তারা ৩ বছর ধরে ব্যাঙ্গালুরুতে কাজ করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

তবে আটকরা বাংলাদেশের কোন এলাকার বাসিন্দা সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।