ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান সীমান্তে ইরানের ১৪ নিরাপত্তা সদস্য অপহৃত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
পাকিস্তান সীমান্তে ইরানের ১৪ নিরাপত্তা সদস্য অপহৃত 

ইরানের রেভ্যুলুশনারি গার্ডের কয়েকজন সদস্যসহ নিরাপত্তা বাহিনীর ১৪ কর্মকর্তাকে দেশটির পাকিস্তান সীমান্ত থেকে অপহরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, অপহরণকারীরা কোন সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত।

 

সম্প্রতি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা ইরানের পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা চালিয়ে আসছে।  

আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, লুলাকদান সীমান্ত অঞ্চল থেকে সকাল ৪টা থেকে ৫টার সময়ে নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্যকে অপহরণ করা হয়।  

ইরানের সিসতান ও পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের সীমান্তবর্তী এলাকা লুলাকদান। বিচ্ছিন্নতাবাদীদের কারণে অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।